Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

‘রূপকল্প ২০২১’ এর সাফল্যের ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে এক সমৃদ্ধশালী ও স্মার্ট বাংলাদেশ অর্জনের লক্ষ্যে ‘প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১’ বাস্তবায়নে এগিয়ে চলছে বাংলাদেশ। বর্তমান গণতান্ত্রিক সরকারের সূচীত লক্ষ্যকে সামনে রেখে ময়মনসিংহ সেটেলমেন্ট জোনের চলমান আরএস জরিপের কাজ দ্রুত সমাপ্তির কর্মপরিকল্পনা নেয়া হয়েছে। ময়মনসিংহ জোনের জরিপের কর্মসূচীভুক্ত ৬০৫৯ টি মৌজার মধ্যে ইতোমধ্যে ৬০৫২ টি মৌজার খতিয়ানের রের্কড ভলিউম বাঁধাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে এবং ০২ টি মৌজার রেকর্ড হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। অবশিষ্ট ০৫ টি মৌজার মধ্যে ০৩ টি মৌজার (কাঠুলী-৪১, মেহেরাবাড়ী-৩৯ ও পাড়াগাঁও-৩০) চূড়ান্ত প্রকাশনা শেষে পরবর্তী যাচাই-বাছাই ও সার্ভে এন্ড সেটেলমেন্ট ম্যানুয়েল, ১৯৩৫ এর ৫৩৩ বিধিতে মিসকেস নিষ্পত্তি চলমান রয়েছে। মিসকেস সমাপ্তির পর গেজেট বিজ্ঞপ্তি জারীর নিমিত্ত প্রস্তাব প্রেরণ করা হবে। অপর ০২ (দুই) টি মৌজার (জামিরদিয়া-৩১ ও হবিরবাড়ী-৩৩) রেকর্ডে প্রাপ্ত ত্রুটি-বিচ্যুতির বিষয়ে করণীয় সম্পর্কে নির্দেশনা চেয়ে মহাপরিচালক (গ্রেড-১), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।


এই জোনে ডিজিটাল জরিপ শুরু করার লক্ষ্যে ময়মনসিংহ জেলাধীন ফুলবাড়ীয়া উপজেলার ০৩ টি মৌজা কর্মসূচীভূক্ত করা হয়েছে। মৌজাগুলোতে পিলার স্থাপন এবং স্থানাঙ্ক মান নির্ণয় করা সম্পন্ন হয়েছে। ২০০৩-২৪  অর্থ বছরে মাঠ জরিপের কাজ শুরু করা হবে।